
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তাঁর জমানায় প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। সৃষ্টি হয় ইতিহাস। ক্যাঙ্গারুদের দেশে আবারও সাফল্য পাওয়ার রসায়ন বাতলে দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ মনে করেন, শুরুটা ভাল করা খুব গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভুলতে সাহায্য করবে এটা। বর্তমান ধারাভাষ্যকারের মতে, কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য তৈরি ছিল না ভারত। তারই খেসারত দিতে হয়েছে। ১২ বছরে ১৮ সিরিজে অপরাজিত থাকার পর, ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। রবি শাস্ত্রী বলেন, 'ভারতীয় দলে আত্মতুষ্টি চলে এসেছিল। তার খেসারত দিতে হয়েছে। তবে এই ভারতীয় দল গর্ব করার মতো। যত তাড়াতাড়ি সম্ভব ওরা প্রত্যাবর্তন করতে চাইবে। এই জায়গা থেকে ফেরার সেরা রাস্তা হল, আরেকটা সিরিজের শুরুটা ভাল করা। তাই প্রথম দুটো টেস্ট খুবই গুরুত্বপূর্ণ।'
ভারতের প্রাক্তন কোচের ধারণা, নিউজিল্যান্ড সফরের বিভীষিকা ভুলে বাউন্স ব্যাক করতে প্রথম দুটো টেস্টে ভাল পারফরম্যান্স বাধ্যতামূলক। সেটা করতে কোচিং স্টাফকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, জানাতে দ্বিধা করলেন না প্রাক্তন তারকা। তিনি জানান, পাঁচ ম্যাচের চ্যালেঞ্জিং সিরিজের জন্য ক্রিকেটারদের মানসিকভাব তৈরি করার দায়িত্ব গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফের। শাস্ত্রী বলেন, 'শুরুটা ভাল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লেয়ারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে। একজন কোচের সেটাই আসল কাজ।'
২০১৮-১৯ এবং ২০২০-২১ সফরে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য এনে দেন কোচ রবি শাস্ত্রী। সেই সাফল্য মাথায় রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। শাস্ত্রী বলেন, 'আগের সফরের কথা মনে করলে আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক জিনিস ভাবা যাবে না। ইতিবাচক দিকগুলো মনে করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গতবারের সাফল্যের কথা মাথায় রাখতে হবে, এবং সেখান থেকে এগিয়ে যেতে হবে। এখন ওখানকার পরিবেশ এবং পরিস্থিতি আলাদা। অস্ট্রেলিয়ার কয়েকটা পিচে সেট হয়ে গেলে ব্যাট করার জন্য আদর্শ।' ডন ব্র্যাডম্যানের দেশে টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী শাস্ত্রী।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের